মোঃ আমির হোসেন ষ্টাফ রিপোর্টারঃ গতকাল ২৫শে জুলাই ২০২১ ইং তারিখ রোজ রবিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়,নতুন বিমানবন্দর সড়ক বনানী এর কার্যালয় ঢাকা ১২১২ এর পরিচালক ইঞ্জিনিয়ারিং জনাব শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত জানানো হয় আজ ২৬ শে জুলাই ২০২১ ইং তারিখ হতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে বি আর টি এ এর বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে (ক)মোটরযান রেজিষ্ট্রেশন এবং (খ)বিভিন্ন এ্যাকনলেজমেন্ট স্লিপ যেমনঃ রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলীর আবেদন,মোটরযান রেজিষ্ট্রেশন সনদ প্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ সেবা চালু থাকবে।
তবে বি আর টি এ এর অন্যান্য সেবা কার্যক্রম যেমনঃ মোটরযানের ফিটনেস নবায়ন,ড্রাইভিং লাইসেন্স নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহন,রুট পারমিট,লার্ণার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক গ্রহণ,মোটরযানে রেক্ট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) রোগ সংক্রমনের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।
কিন্তু এই বিজ্ঞপ্তি প্রচার হওয়ার পর একই দিন ২৫/০৭/২০২১ইং তারিখে অপর আরেকটি বিজ্ঞপ্তি মারফত উপরে উল্লেখিত অফিসারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় উক্ত আদেশটি বাতিল করা হলো এবং অফিসের কার্যক্রম পূর্বের ন্যায় বন্ধ থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..