সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী )
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসির আউয়ালের প্রচেষ্টায় ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান,বাস্তবায়ন কর্মকর্তা এবং ৯ ইউনিয়নের চেয়ারম্যানের আর্থিক সহযোগিতায় কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।যাতে করে চুরি ডাকাতি,ছিনতাইকারীকে সহজে ধরা সম্ভব হয়।কিছু নমুনা সিসি ক্যামেরার মাধ্যমে ফুটে উঠেছে কিশোরগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা আমতলী মোড়ে চোরের দৃশ্য। জানাগেছে নিতাই ইউনিয়নে চেয়ারম্যান পাড়া গ্রামের আবদারের ছেলে আক্তারুজ্জামান রবেলের একটি গরু চুরি হয়। চুরি কথা শুনে ওসি আব্দুল আউয়াল সিসি ক্যামেরা শনাক্ত করে চোরের ছবি দেখতে পায়। পরে তিনি সিসি ক্যামেরার ফুটেজটি তার নিজস্ব আইডি থেকে পোস্ট করেন। আক্তরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। তদন্ত কর্মকর্তা এস আই আক্কেল আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার ভোর ৪ টায় জলঢাকার খালিশা খুটামারা এলাকা থেকে গরু চোরকে আটক করেন। আটককৃত চোর হলেন, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাগানবাড়ি এলাকার মোসাবের হোসেনের ছেলে রবিউল ইসলাম। ওসি আব্দুল আউয়াল শনিবার দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং করে জানান, গতকাল ২৩ জুলাই সন্ধ্যা ৯ ঘটিকায় জানতে পারি নিতাই ইউনিয়ন থেকে একটি লাল রঙের গরু চুরি হয়েছে। যার দাম আনুমানিক ২৫ হাজার টাকা। পরে আমরা সিসিটিভির ফুটেজ সার্চ করে ফেসবুকে আপলোড করি। বাদী থানায় এসে অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এবং সেই দিনেই ভোর ৪ টা ৩০ মিনিটে গরুসহ চোরকে আটক করা হয়। উল্লেখ, গত ২৩ জুলাই সকাল আনুমানিক ১০ টায় উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকা থেকে একটি লাল রঙের গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক আবদার রহমানের ছেলে আখতারুজ্জামান রুবেল বাদী হয়ে প্বাশবতী পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাগান বাড়ি এলাকার মোসাবের হোসেনের ছেলে রবিউল ইসলাম এর নামে মামলা দায়ের করেন। যার মামলা নং ১৫, তারিখ ২৪ জুলাই ২০২১ ই