সিসি ক্যামেরার আওতায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরসভা
মনিরুল ইসলাম মানিক – দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন জনগুরুত্বপূর্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ পৌরশহরকে সিসি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে বীরগঞ্জ থানার ডিউটি অফিসার রুমে উক্ত সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন দিনাজপুর -১(বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, উপজেলা রিক্সা – ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মোনায়েম মিয়া, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এমপি মনোরঞ্জন শীল গোপালের নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন হওয়ায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরশহর।