সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সিলেট রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মহোদয়ের হবিগঞ্জ জেলার বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১২ বার পঠিত

“সিলেট রেঞ্জের মাননীয় অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মহোদয়ের হবিগঞ্জ জেলার বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন”

এস কে সুজন হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (২০ অক্টোবর) হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেছেন জনাব নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়। মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার সম্মাানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।

এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের জেলা বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন।

এ সময় ডিআইজি মহোদয় জেলা বিশেষ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলা বিশেষ শাখার সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন পূর্বক মাননীয় ডিআইজি মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজের ধারা অব্যাহত রাখার নির্দেশ দেন।

হবিগঞ্জ জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জন দে, জনাব সৈয়দুল মোস্তফা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, হবিগঞ্জ সহ পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..