সিলেট থেকে সবুজ আহমেদ
সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগানস্থ মান্ডপাড়া এলাকা থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, মোবাইলে সেট ও নগদ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগানস্থ লোহার পাড়া এলাকার চামু লোহারের ছেলে অজিত লোহার (১৯), একই এলাকার সুনীল লোহারের ছেলে শ্রাবন লোহার (১৮) চাপাতলা এলাকার সেনাব চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী সাজন (২৬) ও গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকার মৃত মোহন মিয়ার ছেলে আনসার মিয়া (৪২)।
এ ঘটনায় থানায় জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। শুক্রবার (১৮ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি ওয়াটস্যামের মাধ্যমে জুয়া খেলছে জুয়াড়িরা এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।