সিলেট থেকে মোঃ সানোয়ার আলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও ভূমি হস্তান্তরের অংশ হিসেবে আজ রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলায় ৪৯টি গৃহ হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রকশৌলী আফছর আহমদের পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম, মোগলা বাজার থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, আলফাজ উদ্দিন, কুটি মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, লালা বাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জালাল পুর ইউপি চেয়ারম্যান মাওঃ সুলাইমান হোসেন, কুছাই ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফিরুজা বেগম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা তোফায়েল আহমদ, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব ইফতেখার চৌধুরী, সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিদা আফরিন ছন্দা, আনসার বিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু, পল্লী বিদ্যুৎ সমিতি’র এজিএম সঞ্জয় ভৌমিক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর লুৎফুর রহমান, কামাল ইউপি’র প্রশাসক তন্ময় আদিত্য প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে গৃহহীন ও ভূমিহীন ৪৯ টি পরিবারের কাছে গৃহের দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়।