শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

সিলেটে স্বী ও দুই সন্তান হত্যায় হিফজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪১ বার পঠিত

সবুজ আহমেদ সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটে দুই সন্তানসহ স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম। তিনি বলেন, চিকিৎসাধীন হিফজুর রহমান বর্তমানে সুস্থ আছেন। আগামীকাল রোববার (২০ জুন) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিবেন। চিকিৎসকরা ছাড়পত্র দিলে রোববার আদালতে তোলা হবে। পাশপাশি মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ড আবেদন করবে।
এর আগে বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গুরুতর আহত অবস্থায হিফজুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকার স্হানীয় সুত্রে  জানা যায় হিফজুর রহমান তার সালির সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন।
নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। এ ঘটনায় বুধবার রাতে নিহত নারীর বাবা আয়ুব আলী বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..