শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

সিলেটে লকডাউনে কঠোর অবস্থানের সেনাবাহিনী Rab পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পঠিত

 

সিলেটে কঠোর অবস্থানে পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনী

স্টাফ রিপোর্ট ::মুহাম্মদ সানোয়ার আলী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ বাস্তবায়নে সিলেটে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

বৃহস্পতিবার (১জুলাই) নগরীর বিভিন্ন স্থানে পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনী সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা মূলক মাইকিং করতে দেখা যায়। দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা সচেতন প্রচারনা করছেন।

 

সকাল থেকে সড়কের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট দেখা গেছে। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে মোবাইল কোর্ট পরিচালনা করছে পুলিশ-র‌্যাব। সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

 

আগের লকডাউনগুলো অনেকটাই ঢিলেঢালা ছিল। চলাচল নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। তবে এবার শুরু থেকেই বলা হয়েছিল, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে জেল জরিমানা করা হবে।

 

 

সরেজমিনে দেখা যায়, বিশেষ করে প্রধান সড়কে। প্রয়োজন ছাড়া কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। বিভিন্ন মোড়ে আছে পুলিশের চেকপোস্ট। রাস্তায় বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে চেকপোস্ট থেকে। প্রতিটি মোটরসাইকেল ও ব্যক্তিগত (প্রাইভেট কার) গাড়িকে দাঁড় করিয়ে গন্তব্যে যাওয়ার কারণ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। তবে মালবাহী গাড়িকে আগেই রাস্তা ফাঁকা করে দেয়া হচ্ছে চলাচলে। তবে পায়ে হেঁটে চলাচলরত পথচারীদের সংখ্যা নেই বললেই চলে।

 

উল্লেখ্য-কঠোর বিধিনিষেধ আরোপ করে গতকাল বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এই বিধিনিষেধ আরোপ হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..