শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সিলেটে মানবতার এক নাম সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪০ বার পঠিত

 

সিলেটে মানবতার এক নাম সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ্ আলম শাওন

মোঃ ফারুক মিয়া, সিলেটঃ করোনাভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফনের উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন। যাদের আপনজন করোনয়া মৃত ব্যক্তির লাশ দাফনে করতে সমস্যায় পরবেন কিংবা অনীহা প্রকাশ করবেন তাদের পাশে দাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন। আর বর্তমানে সিলেট নগরীতে অক্সিজেন সেবা চালু করেছেন।

সিলেটে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কোথাও কালি নেই করোনা ইউনিট, আইসোলেশন, বেড। প্রতিদিন মারা যাচ্ছে অনেকে করোনা আক্রান্ত হয়ে।

 

তাছাড়া অনেক জায়গায় আছে অক্সিজেন সংকট এবং হাসপাতালে আইসোলেশন, বেড, না পাওয়ায় অনেকে চিকিৎসা নিচ্ছেন বাসায় আর এই দুঃসময়ে অক্সিজেন সেবা দিয়ে আসছে শাহ্ আলম শাওন।

শাহ্ আলম শাওন এর এই সেবা দিন রাত ২৪ ঘণ্টাই অব্যাহত আছে। ইতিমধ্যে ১০০ এর বেশি অক্সিজেন সেবা দিয়ে আসছেন বাসায় চিকিৎসা নেয়া করোনা আক্রান্ত রোগীদের। যা ইতিমধ্যে ফেইসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। তবে শাহ আলম শাওন চান না লোক দেখানো কোন কাজ করতে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সদস্যের এই মহৎ উদ্যোগকে অনেকেই মনে করছেন একটি মহৎ উদ্যোগ ও মানব সেবা। সিলেট নগরীর যেখান থেকে কল আসে সেখানেই ছুটে চলেন অক্সিজেন নিয়ে।

এর আগেউ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্ আলম শাওন বিভিন্ন সামাজিক কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য তিনি হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এবং রমজানে ইফতার ও খাদ্য সমগ্রী ইত্যাদি বিতরণ করেছেন। কিছুদিন আগে গরীব অসহায় কৃষকের ধান কেটে মারাই করে ঘরে তুলে দিয়ে এসেছেন এবং নিম্ন, মধ্যবিত্ত ছাত্রলীগ কর্মীদের বাসায় পৌঁছে দিয়েছেন রাতের আঁধারে ত্রাণ সামগ্রী। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্ আলম শাওন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..