বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের ৯,৮৬১ পরিবার পেল ঈদুল আযহার মানবিক সহায়তা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১২৭ বার পঠিত

 

মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ

কোভিড-১৯ (করোনাভাইরাস)সহ বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক ৯ হাজার ৮৬১ পরিবারকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

ওইসব মানবিক সহায়তার মধ্যে ১ হাজার টাকা করে (জিআর নগদ) পাবে উপজেলার ৩ হাজার ৭৫০ পরিবার। জি.আর খাদ্যশস্য (চাল) ১০ কেজি করে পাচ্ছেন উপজেলার ৩ হাজার পরিবার। এছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ (চাল) ১০ কেজি করে পাচ্ছেন ৩ হাজার ১১১টি পরিবার। ইতিমধ্যে বরাদ্দকৃত উক্ত জিআর নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা ও ৬১.১১০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলছে।

গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষন্দু পুরকায়স্থ জানান, জিআর (নগদ অর্থ) ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা উপজেলার ১০ টি ইউনিয়নে সমহারে ৩৭৫ পরিবার করে মোট ৩৭৫০ পরিবারের মধ্যে বিতরণের জন্য বিভাজন করে দেয়া হয়েছে।

অপরদিকে জিআর চাল ১০ কেজি করে পাবেন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ৩৫০ পরিবার, পশ্চিম জাফলং ইউনিয়ন ৩৭০ পরিবার, পূর্ব জাফলং ইউনিয়ন ৪০০ পরিবার, পূর্ব আলীরগাঁও ২৮০ পরিবার, পশ্চিম আলীরগাঁও ২৬০ পরিবার, লেঙ্গুড়া ইউনিয়ন ২৫০ পরিবার, ফতেহপুর ইউনিয়ন ২৬০ পরিবার, নন্দীরগাঁও ইউনিয়ন ২৮৫ পরিবার, তোয়াকুল ইউনিয়ন ২৮৫ পরিবার এবং ডৌবাড়ী ইউনিয়ন ২৬০ পরিবার।

এছাড়াও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ ১০ কেজি করে পাচ্ছেন রুস্তুমপুর ইউনিয়নে ৪৩৫ পরিবার, পশ্চিম জাফলং ইউনিয়ন ৪৭১ পরিবার, পূর্ব জাফলং ইউনিয়ন ৫৪০ পরিবার, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ২৭০ পরিবার, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ২৩৪ পরিবার, লেঙ্গুড়া ইউনিয়ন ১৯২ পরিবার, ফতেহপুর ইউনিয়ন ২১৬ পরিবার, নন্দীরগাঁও ইউনিয়ন ২৫৫ পরিবার, তোয়াকুল ইউনিয়ন ২৭০ পরিবার ও ডৌবাড়ী ইউনিয়নের ২২৮টি পরিবার।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি, বন্যা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক ৯ হাজার ৮৬১ পরিবারকে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। মানবিক সহায়তার জন্য রয়েছে জিআর নগদ ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। যে টাকা হতে পরিবার প্রতি নগদ ১ হাজার টাকা দেয়া হচ্ছে। এছাড়া ৬১.১১০ মেট্রিক টন জিআর চাল ১০ কেজি করে উপজেলার ৬ হাজার ১১১ টি পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে।

উক্ত বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রত্যেক উপকার ভোগীদের জাতীয় পরিচয় পত্রসহ মোবাইল নম্বর তালিকায় সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিতরণের সময় প্রত্যেক ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার বেশকটি ইউনিয়নে উক্ত জিআর চাল ও ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র এবং কাজ হারানো মানুষের পাশে দাঁড়াতেই সবচেয়ে বেশি উদ্যোগী। এখানেই আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতা। তাছাড়া ডিজিটাল সেবার প্রতিও তার বাড়তি আগ্রহের কারণে এখন ঘরে বসেই মোবাইল ফোনেও সরকারের অনুদান পেতে পারছেন খেটে খাওয়া মানুষ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আজ এই দূর্যোগের মধ্যেও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ হাজার ৮৬১ টি অসহায় ও দরিদ্র পরিবার মানবিক সহায়তা পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..