সিরাজদিখান থানা আঙিনায় দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহতসহ আহত-৪
সাকিব আহম্মেদ বাপ্পি ঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার দুপুর অনুমান দুপুর ১টার দিকে সিরাজদিখান থানা আঙিনায় এঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন থানা পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে থানার প্রধান গেট বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের গুরুতর আহতসহ ৪ জন আহত হয়েছে৷ আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের জহির ও বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বরকত পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা বিরাজসহ নিরব শত্রুতা চলে আসছিলো। বিষয়টি টের পেয়ে থানার ওসির বোরহান উদ্দিন মিমাংসার জন্য দুই পক্ষকে থানায় ডেকে আনে। পরে দুই পক্ষের লোকজন থানার মোড়সহ ও থানা আঙিনায় জড়ো হলে তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে জহির নামে একজন গুরুতর আহতসহ চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালীন সময় থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গুরুতর আহত জহিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আহত জহিরের বড় ভাই ইকবাল জানান, থানায় মীমাংসা করে দিবে বলে চার-পাঁচবার বসা হয়েছে। কিন্তু মীমাংসা হয়নি। আজকেও আবার থানায় গেছিল। কিন্তু থানায় যাওয়ার পর বরকতের লোকজন আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা করে। আমার ভাইয়ের এখনো জ্ঞান ফেরেনি। আমার ভাই খুব গুরুতর অবস্থায় আছে। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এখনও কোনো অভিযোগ ও মামলা হয়নি।