সিরাজগঞ্জে বৃষ্টির মাঝেও জুলাই আগষ্ট ২৪এর স্মরণসভায় জনতার ঢল,
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,এদেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্র প্রিয়,পিআর পদ্ধতি কি গণতন্ত্র প্রিয় জনগণ তা জানে না,জনগণ চায় তাদের চিরচেনা পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক,গণতন্ত্র ফিরে আসুক,শক্তিশালী নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকালে সিরাজগঞ্জের ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে এক বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহাসংস্কারক,তিনি বাংলাদেশের সংস্কারের ইমারত নির্মাণ করে ছিলেন,বিএনপি সবসময়ই সংস্কারে পক্ষে,এই সময়ে সংস্কারের জন্য বিএনপি অনেক বিষয়েই ঐক্যমত পোষণ করেছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের হলে, সেই নির্বাচিত সরকারই সকল সংস্কার ও জনকল্যাণমুখী সকল আইন প্রণয়ন করবে। তিনি আরও বলেন,একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের ছিলো না, স্বাধীনতার জন্য মুক্তিপাগল সকল জনগণ অংশ নিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনেয়ে এনেছিলো,তেমনি ২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানেও গণতন্ত্র প্রিয় নির্যাতিত সকলেই অংশ নিয়ে ছিলো। কোন ষড়যন্ত্রই যেন জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায়
স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলমে,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম। সারাদিন থেমে থেমে বৃষ্টির মধ্যেই বিএনপির জেলাব্যাপী ১৮টি সাংগঠনিক ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল করে শ্লোগান দিয়ে স্মরণ সভায় যোগদান করেন।