মোঃ জহুরুল ইসলাম টিটো স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছীতে বিয়ের াবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন করার ঘটনা ঘটেছে। এদিকে প্রেমিকা কলেজ ছাত্রী রত্নাকে মারধর করার ঘটনায় অবশেষে শনিবার সন্ধ্যায় থানা পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানান, শনিবার দুপুরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের দোস্তপাড়া গ্রামের আ: রশিদের কলেজ পড়ুয়া কন্যা রত্না খাতুন (১৯) একই ইউনিয়নের নিমগাছী বাজারের পুল্লার রাস্তার অবস্থিত শফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মেহেদী হাসান সোহান (২২) এর বাড়িতে বিয়ের াবী নিয়ে উঠে পড়ে। এসময় প্রেমিক সোহানের পিতা মাতা ওই মেয়ে রত্নাকে বাড়ি থেকে করার চেষ্টা চালায় এবং মারধর করে। এসময় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে সোহানের পিতামাতা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর খবর পেয়ে রায়গঞ্জ থানার এস আই হোসাইন ঘটনাস্থল পরির্শন সাপেক্ষে অসুস্থ রত্নাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তার স্বজন দ্বারা রায়গঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। রায়গঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা অন্তে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। উপরোক্ত বিষয়ে রত্না খাতুন ও তার পরিবারের স্বজনদের অভিযোগ যে রত্নার সাথে ওই ছেলে সোহানের প্রায় ৩ বছর হলো প্রেমের সম্পক রয়েছে। সেই সূত্রে ধরে বিয়ের াবীতে সোহানের বাড়িতে আসলে রত্নাকে মারধর পৃর্বক জোর করে বিষ পান করানোর চেষ্টা চালায় এবং খায়ানো হয়েছে বলে অভিযোগ করেন। এব্যাপারে প্রেমিক সোহানের পরিবার থেকে জানান এলাকার কিছু কুচক্রীমহল মহল আমারে উপর ষড়যন্ত্র করে মান সন্মান ক্ষুন্ন করার লক্ষে ওই মেয়েকে আমার বাড়িতে তুলে দিয়েছে। এবিষয়ে রায়গঞ্জ থানার এস আই হোসাইন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অসুস্থ রত্নাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।