সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত-১
হারুনুর রশিদ হাবিবুল্লাহ্,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে ট্রাক চালক হাশেম(৩২) নিহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভুঁইয়াগাঁতি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক হাশেম রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, ঢাকা-বগুড়া) মহাসড়কের ভুঁইয়াগাঁতি বাজার এলাকায় একটি ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক গুরুতর আহত হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেমকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।