সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
হারুনুর রশিদ হাবিবুল্লাহ্, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ।
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার মাইজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মৃত জিলু সরকারের ছেলে মনছের আলী সরকার (৬২) ও একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে নুরুজ্জামান (৫২)।
এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া পড়েছে । কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত ২ কৃষক শুক্রবার সকালে যমুনা নদীর চর এলাকায় পাট কাটতে যায়। দুপুরে প্রচন্ড বজ্রপাত ও প্রবল বর্ষণ শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ২ কৃষকের মৃত্যু হয় এবং নুরুজ্জামানের স্ত্রী ছানোয়ারা খাতুন (৪৫) আহত হয়।
আহত ছানোয়ারা খাতুনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন প্রকার অভিযোগ না থাকায় বিকালে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।