জহুরুল ইসলাম টিটো সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ট্রাকটির (বগুড়া ট-১১-২৫১৬) চালক ও হেলপার ওই তরুণীকে ধর্ষণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৯৯৯ নম্বরে এক যুবকের ফোনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যার পর সিরাজগঞ্জের কড্ডার মোড় কামারখন্দ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসাদ্দেক হোসেন ও কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত চালক-হেলপারের নাম পরিচয় দিতে সময় লাগবে বলে জানান ওসি। ওই তরুণীর বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।
ট্রাফিক সার্জেন্ট আমির ঢাকা পোস্টকে বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে ওঠানোর পর এক ব্যক্তি ২৫ বছর বয়সী ওই মেয়েকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি মেয়েটির একটু মানসিক সমস্যা আছে বলেও তাদের জানানো হয়। এ সময় ট্রাকচালক মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেন। পথিমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দিয়ে ট্রাকের ওপরে থাকা দুই যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলেন চালক।
তারা নামতেই ট্রাকটির লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকচালক ও হেলপার মেয়েটির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। তখন তারা এ ঘটনা ভিডিও করার চেষ্টা করলে ট্রাকচালক তাদের ফেলেই ব্যাগসহ ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। তখন তাদের একজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানালে তারা সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকের নম্বরটি দিয়ে ট্রাকটি আটকের জন্য বলেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের কড্ডা এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।