আহসান উল্লাহ মহেশখালী প্রতিনিধি
সিনহা হত্যা মামলার অভিযোগ গঠন, ৬ জনের জামিন নামঞ্জুর।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে।কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে রোববার অভিযোগ গঠন করা হয়। আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। এর মাধ্যমে আলোচিত এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত ৬ জন আসামীর পক্ষে আদালতে জামিন চাওয়া হয়েছিল। সেই আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মামলার অভিযোগ গঠনকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে ১০ টার দিকে ১৫ আসামীকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়।