সিদ্ধিরগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর প্রয়োগ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও দেশীয় পাট শিল্পের উন্নয়নের লক্ষ্যে গত ২২ এপ্রিল মঙ্গলবার ২০২৫ তারিখে চিটাগং রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান পণ্যের মোড়ক হিসেবে পাটজাত সামগ্রী ব্যবহার না করে আইন লঙ্ঘন করছে। এসময় ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ২৮,০০০ (আটাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে। সরকারি নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে বলে অভিযানকালে জানানো হয়।