রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

সিঙ্গিপাড়া বাজারে সড়কের জায়গা দখল করে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পঠিত

সিঙ্গিপাড়া বাজারে সড়কের জায়গা দখল করে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় অবৈধভাবে সড়কের জায়গা দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের খাস জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন জুলিয়ান সরদার নামক এক ব্যক্তি। এই অবৈধ দোকানটি সিঙ্গিপাড়া বাজারের মাছের চান্দি দখল করে স্থাপন করা হয়েছে, যা এলাকাবাসীর জন্য বিরাট এক সমস্যা সৃষ্টি করেছে।

এলাকার জনগণ বলছে, জুলিয়ান সরদার জোরপূর্বক এই দোকানটি নির্মাণ করেছেন এবং এটি সড়কের যান চলাচলে বিরূপ প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সড়কের জায়গা দখল করে এই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে রাস্তার অবস্থা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে সড়কের জায়গা পুনরুদ্ধার হয় এবং এলাকার মানুষের স্বাভাবিক চলাচলে কোনো সমস্যা না হয়। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..