ফজলে রাব্বী,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন – গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারে জমি ও গৃহ পাচ্ছে। এরই অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ৭২০ টি পরিবার সরকারী ঘর পেলো।
রবিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রহিমা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,
সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকারসহ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।