সিংড়ায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপজেলা চেয়ারম্যান
সিংড়া (নাটোর)সংবাদদাতা
নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য তাঁর এ আয়োজন। এসময় স্বাস্থ্য সচেতনতায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের বিলচলন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালোর ইউনিয়নের মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন তিনি। বিলচলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করেন এবং ৬টি সিলিং ফ্যান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে ফুল দিয়ে তাঁদের বরণ করা হয়েছে। যেন তাঁরা লেখাপড়ায় মনযোগী হয়। এসময় তাঁদেরকে স্বাস্থ্য সচেতন করতে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
শহিদুল ইসলাম সুইট
সিংড়া(নাটোর)সংবাদদাতা
১২-০৯-২১