মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সিংড়ায় বসতবাড়িতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার পঠিত

 

সিংড়ায় বসতবাড়িতে সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
ফজলে রাব্বী, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় বসতবাড়িতে সবজি চাষে কৃষকদের মাঝে আগ্রহ বেড়েছে । বসত ভিটা ও আঙ্গিনায় গড়ে উঠছে পারিবারিক সবজি বাগান। এছাড়া উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে ও গড়ে উঠেছে পারিবারিক  সবজি বাগান। এতে করে পরিবারের চাহিদা পুরনের পাশাপাশি বাজারজাত করতে পারছে কৃষকরা। মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা কৃষি বিভাগের আওতায় আধুনিক প্রযুক্তিতে শুরু হয়েছে বসত বাড়িতে সবজি চাষ কার্যক্রম। চামারী ইউনিয়নের কালিকাপুর মডেলে করা হয়েছে ৫টি করে বেড। বেডে পর্যায়ক্রমে চাষ হচ্ছে লালশাক, পুইশাক,কলমি শাক সহ মাচায় লতানো সবজি লাউ ও করলা।
জানা যায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শেরকোলের হারোবাড়িয়া,হাতিয়ান্দহের গুপ্তি পাড়া,পারসাঐলের নজরপুর, চামারীর চককালিকাপুর সহ টি ৩৭ টি স্থানে এ কার্যক্রম শুরু করেছে সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।।
 বাড়ির প্রতি ইঞ্চি জমি ব্যবহার হচ্ছে এই কার্যক্রমে। এসব পারিবারিক কৃষিকে উদ্বুদ্ধ করতে বিনামুল্যে দেওয়া হয়েছে সবজি বীজ, সার ও বেড়া। এছাড়া কারিগরি সকল সহায়তা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পারিবারিক সবজি ও পুষ্টি বাগান দেখভাল করার সুযোগ পাচ্ছেন কৃষকের পাশা পাশি কৃষাণীরাও।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা জানান, কৃষি বিভাগ পারিবারিক সবজি চাষে কৃষকদের উৎসাহ প্রদানসহ সার্বিকভাবে সহযোগিতা করছে। বাড়ির উঠানে পরিত্যক্ত জায়গায় এই পারিবারিক কৃষিতে স্বল্প খরচে বেশি লাভের আশা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..