সিংড়ায় বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ক সভা
নাটোরের সিংড়ায় বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পৌরসভা হলরুমে বনঅধিদপ্তর ও বিবিসিএফ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যাম্বাসির ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাডভাইজরক্রেইগ ফুলস্টোন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন।
এসময় রাজশাহী বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিবিসিএফ পক্ষ থেকে ক্রেইগ ফুলস্টোনকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন বিবিসিএফ সভাপতি ইকবাল মাহমুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হায়দার মুকুল।