সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার ৫ দিন পর শুক্রবার রাতে কিশোরীর বাবা সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল গফুর খাঁ চান পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সংসারে অভাব থাকায় সিংড়া উপজেলার বিলদহর গ্রামের প্রতিবন্ধী মেয়েটিকে এক বছর আগে রৌধি চামারি গ্রামের সাবেক শিক্ষক আব্দুল গফুর খাঁ চানের বাড়িতে রেখে আসেন প্রতিবেশী এক নারী। গত ৪ জুলাই রাতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন স্কুল শিক্ষক। পরদিন মেয়েটি শারীরিকভাবে অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। বিষয়টি কাউকে না জানাতে ধর্ষিতার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) বলেন, ধর্ষিতা কিশোরীর বাবার পক্ষ থেকে রাতেই মামলা নেয়া হয়েছে। আর কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..