শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

সিংড়ায় পুকুর খনন কালে প্রাচিন মূর্তি উদ্ধার 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০১ বার পঠিত
সিংড়ায় পুকুর খনন কালে প্রাচিন মূর্তি উদ্ধার
 এস এম লিটন আহমেদ, উপজেলা প্রতিনিধি ঃ নাটোরের সিংড়ায় পুকুর সংস্কারকালে ৫০ কেজি ওজনের প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি সিংড়া থানায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬মে) বেলা ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের পুরনো এক পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বেলতা গ্রামের এক পুকুর সংস্কারকালে ছাই রঙয়ের পাথরের এক মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..