সিংড়ায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফজলে রাব্বী,স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়ায় গাঙচিল সাহিত্য সংস্কৃতির পরিষদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলা শাখার উদ্যোগে সিংড়া মডেল প্রেস ক্লাবের অস্হায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় কবিতা পাঠের আসর, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা শাখার সভাপতি কবি খলিল মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সামাউন আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি, ভাগনাগরকান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব আলম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ।
আরো বক্তব্য রাখেন, সাংবাদিক রবিন খান, সাংবাদিক ফজলে রাব্বি প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন, কবি আলিফ বিন রেজা, সাংবাদিক শুভ চন্দ্র সরকার, জাহিদুল ইসলাম, সিয়াম মাহমুদ ।
ফজলে রাব্বী
১৫/০৯/২১