সিংগাইর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মো:আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিংগাইরে বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার হয়। এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মঞ্জরুল ইসলাম মন্জুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসমাঈল হোসেন এর সঞ্চাচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,– বিএনপি‘র চেয়ারপারসনের উপদেষ্ঠা ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইজ্ঞিঃ মঈনুল ইসলাম খাঁন শান্ত।
এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন কাজী, সদস্য সচিব মো. সফিকুল ইসলাম, জেলা বিএনপি‘র উপদেষ্ঠা, মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহসভাপতি ডাঃ শফিউদ্দিন আহমেদ,সহসভাপতি খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপি‘র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি মঈনুল ইসলাম খান শান্ত বলেন,শেখ হাসিনা সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আটক করেছে। বিএনপির নেতাকর্মীদের আয়না ঘরে তোলা হয়েছে। কোনো হানাহানির রাজনৈতিক আমরা করবো না। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি। আলোচনাসভা শেষে জনগণের মধ্যে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করেন মোঃ মঈনুল ইসলাম খান শান্ত