সিংগাইর খাসের চর বসতঘরবাড়ি আগুনে পুড়ে কয়লা
মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের জেলা সিংগাইরে উপজেলা বসত ঘরবাড়ী আগুন পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর ঈদগার মাঠ সংলগ্ন ভুক্তভোগী নাজিমুউদ্দিন(৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার
স্থানীয়রা জানান,নাজিমুদ্দিনের বাড়ীতে শুক্রবার কেউ না থাকায় হঠাৎ দুপুর ১২ টার দিকে পাশের লোকজন আগুন দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানো চেষ্টা করে। ততক্ষনে বাড়ির ৩টি ঘর বড় একটি ঘর দোচালা একটি ছাপরা আর পাক ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে,সিংগাইর ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রন আনে। আগুনের সূত্রপাত জানা যায়নি।