সিংগাইর খাসেরচর টয়লেট পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়
আনোয়ার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ,
মানিকগঞ্জে জেলা সিংগাইরে টয়লেট পরিষ্কার
করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।ধল্লা উনিয়নের খাসেরচর-লাঙ্গলিয়া গ্রামের কটি মিয়ার বাড়িতে (২৬ মে) বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তি। টয়লেট পরিষ্কার করার পর ঐ ব্যক্তি উপরে উঠে আসলে তার অস্থিরভাব শুরু হয়। এরপরই তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় মৃত ব্যক্তির বসতবাড়ি যশোর বলে জানা গেছে ?