মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ দুই নারীসহ ৩ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ দুই নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা(২৭), শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার গরীবের চর গ্রামের সালাউদ্দিনের ছেলে মোঃ রাসেল(১৯) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিরই (দত্তের বাজার) গ্রামের মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম(৫৫)।সিংগাইর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া গ্রামের বিপাশার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯ কেজি গাঁজা ও একটি ডিজিটাল বাটখারাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল সোমবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..