সিংগাইরে মাহমুদা নাহার মিতু (২৪)নামে এক নারী কনস্টেবল মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মো:আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা ধল্ল। ইউনিয়ন গাজিন্দা বাস্তা গ্রামে রবিবার (৩০ শে অক্টোবর দুপুর দেড়টার দিকে ভাড়া বাসা (হানিফের বাড়ি থেকে,মাহমুদা নাহার মিতু (২৪) মৃত্যুদেহ উদ্ধার করেন থানা পুলিশ,নিহত মাহমুদা নাহার মিতু জামালপুর জেলার ইসলামপুর থানার বেনুয়ারচর গ্রামের আব্দুল মালেক মিয়ার মেয়ে ।সূত্রে জানা যায়, নিহত মিতু ঢাকা জেলার কাউন্টার টেরোজিম ইউনিক পূর্বাচল পুলিশ লাইন কর্মরত ছিলেন। তিনি তিন মাস যাবৎ সিংগার উপজেলা গাজিন্দা বাস্তা গ্রামের হানিফের বাড়িতে একা বাসা ভাড়া করে থাকতেন।তারি ধারাবাহিকতায় প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তেন।রবিবার দুপুর পর্যন্ত ঘুমান, ঘুম থেকে না ওঠায় স্থায়ীরা ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশ খবর দেয়| পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। নিহতর পাশে কীটনাশক বিষ দেখতে পান। পরে পুলিশ লাস উদ্ধারসহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যু রহস্য জানা যাবে।