সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
মোঃ আনোয়ার হোসেন মানিকগঞ্জে জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে আমিনুর(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ধলেশ্বরী নদীর পাড় কচুরিপানার ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিহত আমিনুর ঐ এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
নিহতের বড় ভাই শাহিন জানান-গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের সাথে অভিমান করে বের হয়। পরে আর বাড়ি ফিরেনি। হঠাৎ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীর পাড়ে স্থানীয়রা লাশ দেখতে পায়। বিষয়টি আমরা শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমার ভাইয়ের লাশ সনাক্ত করি। সে একজন নেশাগ্রস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলেও জানান তিনি।
এদিকে থানা পুলিশ খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিংগাইর সার্কেলের (এএসপি) মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।