মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সিংগাইরে তুচ্ছ ঘটনায় এক কিশোরকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩ বার পঠিত

সিংগাইরে তুচ্ছ ঘটনায় এক কিশোরকে কুপিয়ে হত্যা
মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা তুচ্ছ ঘটনার জের ধরে মো. রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে  কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭:০০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পার হানিফের ডাঙ্গার সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মো. নজরুল ইসলাম খানের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নজরুল মেম্বারের ছেলে রাহুলসহ ৩-৪ জন বন্ধু নিয়ে খালপাড় এলাকার রাস্তায় বসে গল্প করছিল। এ সময় পার্শ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন অস্ত্রধারী কিশোর পূর্বের শত্রুতার জেরধরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায় হামলা চালায়। এ সময় সবাই দৌড়ে পালিয়ে গেলেও রাহুলকে কুপিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত করে সবাই দৌড়ে পালিয়ে যায়।
পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাহুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। মামলার প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..