বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

সিংগাইরে জুলহাস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার পঠিত

সিংগাইরে জুলহাস হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোঃ আনোয়ার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম ফকির পাড়া এলাকার জুলহাস ফকির(৩৬) হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার জয়মন্টপ ষ্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা জুলহাস ফকির হত্যাকারীদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মানববন্ধনে জয়মন্টপ ইউপি সাবেক সদস্য মো. বোরহান উদ্দিনসহ প্রায় ৪ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
উল্লেখ্য, গত বুধবার (১২ জানুয়ারি) জুলহাস ফকির মারামারি মামলায় জামিনে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জয়মন্টপ নতুন বাসষ্ট্যান্ডে এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ একই এলাকার মজিবরের ছেলে দুলাল গংরা উপুর্যপরি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তারই ধারাবাহিকতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..