শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

সিংগাইরে ইটবোঝাই ট্রাক চাপায় এক জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬০ বার পঠিত

সিংগাইরে ইটবোঝাই ট্রাকচাপায় এক জন নিহত
মোঃ আনোয়ার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,
মানিকগঞ্জের সিংগাইরে রাজিয়া আক্তার (২৭) নামের এক সন্তানের জননীর ইটবোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া আক্তার ঐ এলাকার বাড্ডা গ্রামের মসজিদের ইমাম নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় মেম্বার শাহনাজ পারভীন জানান, বুধবার দুপুর ২টার দিকে নিজবাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড্ডা মসজিদের পিছনে পৌঁছলে বায়রাগামী এমএমবি ইটভাটার ইটবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের পিছনে থেকে রাজিয়া ছিটকে পড়ে যায়।
এ সময় ট্রাকের পিছনের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্য হয়। সাথে সাথে চালক ও হেলপার ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..