সিংগাইরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মোঃ আনোয়ার হোসেন সিংগাইর প্রতিনিধি।
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারী (৩৬)এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলের মধ্য থেকে অর্ধগলিত বস্তাবন্দি মৃত দেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, বাচ্চারা খেলার সময় ডোবার ভেতর প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে লোকজন জড়ো করে। এরপর পুলিশে খবর দিলে তারা বস্তা খুলে এক নারীর অর্ধ গলিত গলা কাটা মৃতদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন আগে খুনিরা অন্যত্র হত্যা করে নির্জন এ স্থানে লাশটি ফেলে রেখে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের. ধারণা কে বা কারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পানিতে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, লাশের পরিচয় শনাক্ত ও তার আত্মীয়স্বজন খোঁজা হচ্ছে। পরিবারের লোক না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।