রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

সাভার মডেল থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সাত লক্ষ টাকা উদ্ধার ও আসামী গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পঠিত

সাভার মডেল থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সাত লক্ষ টাকা উদ্ধার ও আসামী গ্রেফতার।

মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:

সাভার মডেল থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সাত লক্ষ টাকা উদ্ধার ও আসামীকে গ্রেফতার করা হয়।

১০/০২/২০২৫ তারিখ বেলা অনুমান ০৩.১৫ ঘটিকার সময় জনৈক সাইফুল ইসলাম (৩৪), পিতা-মৃত মজিবুর রহমান, মাতা-সালেহা বেগম, সাং-জাফরগঞ্জ, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- বি-৪২/১, আনন্দপুর, ১ম বিল্ডিং, ২য় তলা, পশ্চিম পাশের ফ্ল্যাট, থানা-সাভার, জেলা-ঢাকা তার বর্তমান বাসার জানালা বদ্ধ এবং দরজা তালাবদ্ধ করিয়া বাহিরে চলিয়া যায়। একই তারিখ বিকাল অনুমান ০৪.২০ ঘটিকার সময় বাসায় পৌছাইয়া দেখিতে পায় যে, বাসার ভিতরে থাকা সমস্ত মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে এবং রুমের ভিতরে থাকা (ক) ০২ (দুই) টি স্বর্ণের আংটি, যাহার ওজন অনুমান ০৮ আনা, মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা ও (খ) বাদীর মায়ের ডিপিএস ভাংগানো এবং তাহাদের ব্যবসার নগদ মোট ৮,৭০,০০০/- (আট লক্ষ সত্তর হাজার) টাকা সহ সর্ব মোট মূল্য ৯,৪০,০০০/- (নয় লক্ষ চল্লিশ হাজার) টাকা নাই মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু করা হয়, যাহা মামলা নং-৬৫, তারিখ-২৭/০২/২০২৫, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড।

গৃহিত ব্যবস্থাঃ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির এর সঠিক তত্ত্বাবধানে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবাল এবং এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সহ একটি চৌকস টিম সাভার মডেল থানাধীন আনন্দপুর সাকিনে একটি অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে আসামী শনাক্ত করেন। অভিযান পরিচালনার এক পর্যায়ে ইং-২৭/০২/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকা হইতে নিম্নবর্ণিত আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামী জানান যে, ইং ১০/০২/২০২৫ তারিখ বেলা অনুমান ০৩.১৫ ঘটিকার পর হইতে ইং ১০/০২/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.২০ ঘটিকার পূর্বে যেকোন সময়ে (ক) ০২ (দুই) টি স্বর্ণের আংটি, যাহার ওজন অনুমান ০৮ আনা, মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা ও (খ) বাদীর মায়ের ডিপিএস ভাংগানো এবং তাহাদের ব্যবসার নগদ মোট ৮,৭০,০০০/- (আট লক্ষ সত্তর হাজার) টাকা সহ সর্ব মোট মূল্য ৯,৪০,০০০/- (নয় লক্ষ চল্লিশ হাজার) টাকা চুরি করিয়াছে মর্মে স্বীকার করেন।

আসামীর নাম ও ঠিকানা-মোঃ ইদ্রিস খান মানিক (৩৬), পিতা-মৃত জামিল খান, মাতা-সিদ্দিকা বেগম, সাং-খরারচর, পো-গোয়াইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, এ/পি-সাং-আনন্দপুর, গেন্ডা (শাহান এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা।

উদ্ধারকৃত আলামতঃ চুরি যাওয়া ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..