বাপ্পী কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর সংনিকটে ঢাকা আরিচা মহাসড়কে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড উলাইল থেকে ময়লার মোড় ( মাদ্রাসার মোড় ) পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটার যাবৎ প্রায় ৩ থেকে ৪ বছর পর্যন্ত রাস্তাটি বেহাল রয়েছে।
শিলা বৃষ্টি এবং বর্ষার সময় রাস্তায় চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। তখন রাস্তায় যেন মাছের পোনা ছাড়ার মৌসুম হয় বলে জানান সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্ধারা।
বাসিন্ধারা আরো জানান যে- এলাকায় বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলা করে।
এমনকি এই রাস্তাতে প্রতিদিন অটোরিকশা ও নানা রকমের ছোট – বড় ভারী যানবাহন চলাচল করে। এতে করে ভাঙা রাস্তায় দীর্ঘ জ্যাম ও ভোগান্তিতে মানুষের জন- জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খেটে খাওয়া শ্রম জীবি মানুষ গুলোর কষ্ট দেখার মতো কি কেউ নেই।
নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় কিছু বাসিন্ধা জানান – সাভার পৌরসভায় যোগাযোগ করে কোনো কাজ হয়নি। এখন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাধারণ মানুষের গণদাবি হয়ে দাঁড়িয়েছে উলাইল থেকে ময়লার মোড় ( মাদ্রাসার মোড় ) পর্যন্ত রাস্তাটি যেন অতি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও পুননির্মাণ করা হয়।