রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

সাভার গেন্ডায় বিসমিল্লাহ ফ্যাশন ( ওয়াস ফ্যাক্টরি ) অবৈধ গ্যাস লাইন সংযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

সাভার গেন্ডায় বিসমিল্লাহ ফ্যাশন ( ওয়াস ফ্যাক্টরি ) অবৈধ গ্যাস লাইন সংযোগ।

নিজেস্ব প্রতিবেদন।

ঢাকা আরিচা মহাসড়কের সাভার উপজেলার গেন্ডা বাসস্ট্যান্ডের ” এনার্জি প্লাস লিমিটেড ” সি এন জি পাম্পের আনন্দ সুপার মার্কেটের ভিতর বিসমিল্লাহ ( ওয়াস ফ্যাক্টরি ) ) তে অবৈধ গ্যাস লাইনের সংযোগ আছে বলে অভিযোগ ওঠেছে।

অবৈধ গ্যাস সংযোগ আছে এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে নামে গণমাধ্যম কর্মিরা অনুসন্ধানে বেড়িয়ে আসে বিসমিল্লাহ ফ্যাশন ( ওয়াস ফ্যাক্টরি ) তে অবৈধ গ্যাস লাইন সংযোগের খবর। গণমাধ্যম কর্মিদের প্রশ্নের কাছে সত্য প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত করেন বিসমিল্লাহ ফ্যাশনের দায়িত্বে থাকা ম্যানেজার আব্দুল কুদ্দুস। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জেরে পরে সত্যতা শিকার করতে বাধ্য হন ম্যানেজার কুদ্দুস।

নাম প্রকাশে ওই ওয়াস ফ্যাক্টরিতে থাকা কিছু শ্রমিক জানায় এই ফ্যাক্টরির গ্যাস লাইন পাশের বাড়ির চুলার সংযোগ থেকে এসেছে, আবার কেউবা পাশে থাকা ( এনার্জি প্লাস লিমিটেড ) সি এন জি পাম্প থেকে আনা হয়েছে। এখনো পর্যন্ত কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেনি কোথা থেকে এসেছে এই অবৈধ গ্যাস লাইন সংযোগ।

এই নিয়ে বিসমিল্লাহ ফ্যাশন ( ওয়াস ফ্যাক্টরির ) ম্যানেজার আব্দুল কুদ্দুস নানাভাবে গণমাধ্যম কর্মীদের নিউজ আপলোড না করার জন্য ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশন কোম্পানিতে যাতে কোনো অভিযোগ না করে তার জন্য তিনি নানাভাবে গণমাধ্যম কররীদের সাথে আপোস করার জন্য বসতে চায়। কিন্তু গণমাধ্যম কর্মীরা ম্যানেজার আব্দুল কুদ্দুসের কথায় রাজি না সেই স্থান ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..