মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাভার উপজেলা কমিটির নব-নির্বাচিত ও অনুমোদিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা। সম্প্রতি কমিটির অনুমোদন প্রদান করা হলে সাভারের অ্যাম্বুলেন্স সেবায় সংশ্লিষ্ট সকলের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ আতিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি-শ্রী দীপঙ্কর কুমার দীপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধক্ষ্য মোঃ তুহিন শিকদার, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জহির) কার্যকরী সদস্য ১ মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য ২ মো:খোরশেদ মিয়া।
নতুন কমিটির মাধ্যমে সাভার উপজেলার অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁদের ওপর জনগণের প্রত্যাশাও অনেক বেশি।
অ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ বলেন, “এই কমিটি আমাদের ন্যায্য অধিকার রক্ষা ও সেবা কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।”
সংগঠনের পক্ষে থেকে নতুন নেতৃত্বকে দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানানো হয় এবং সকল সদস্যদের সহযোগিতার আহ্বান জানানো হয়।