শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

সাভার উপজেলা অ্যাম্বুলেন্স কল্যাণ সমিতি কমিটির অনুমোদনপ্রাপ্ত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫ বার পঠিত

মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাভার উপজেলা কমিটির নব-নির্বাচিত ও অনুমোদিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা। সম্প্রতি কমিটির অনুমোদন প্রদান করা হলে সাভারের অ্যাম্বুলেন্স সেবায় সংশ্লিষ্ট সকলের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ আতিকুল ইসলাম সুমন, সহ-সভাপতি-শ্রী দীপঙ্কর কুমার দীপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধক্ষ্য মোঃ তুহিন শিকদার, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জহির) কার্যকরী সদস্য ১ মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য ২ মো:খোরশেদ মিয়া।

নতুন কমিটির মাধ্যমে সাভার উপজেলার অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁদের ওপর জনগণের প্রত্যাশাও অনেক বেশি।

অ্যাম্বুলেন্স মালিক ও চালকগণ বলেন, “এই কমিটি আমাদের ন্যায্য অধিকার রক্ষা ও সেবা কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।”

সংগঠনের পক্ষে থেকে নতুন নেতৃত্বকে দায়িত্ব পালনে আন্তরিক শুভকামনা জানানো হয় এবং সকল সদস্যদের সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..