সাভার আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহত।
বাপ্পি কুমার নাথ,ঢাকা জেলা প্রতিনিধি ।
ঢাকায় আশুলিয়ায় অজ্ঞাত পরিবহণের চাপায় মাজহারুল ইসলাম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার ( ৩০ শে জুন ) রাত ১২টার দিকে ঢাকা – আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল ইসলাম চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনা নিবাসের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার ( ১ লা জুলাই ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান।
পুলিশ জানায় – মাজহারুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেলে সিভিলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে ঢাকা – আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছলে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহণ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেনা নিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ ( ওসি ) সাজ্জাদ করিম খান জানান – ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মাজহারুল ইসলামের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী দেখছে। এছাড়াও অজ্ঞাত পরিবহণটি চিহ্নিত করার চেষ্টা চলছে।