সাভার আমিনবাজারের কৃতি সন্তান ডাঃ রুমীর অন্যরকম বিজয় উদযাপন অসুস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
স্টাফ রিপোর্টার:
১৬ই ডিসেম্বর বিজয়ের সুবর্ন জয়ন্তীতে সাভারস্থ আমিনবাজার ইউনিয়ন এর কৃতি সন্তান দেওয়ানবাড়ী হাজীবাড়ির আব্দুল কাদের ব্যাপারীর নাতি, মোঃ সিরাজ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র স্বনামধন্য হৃদরোগ ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইফতেখার উদ্দিন (এম, আই, রুমী)অত্র এলাকার অসুস্থ সেবাপ্রত্যাশী মানুষদের সম্পুর্ন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।অনুষ্ঠানে ল্যাবএইড ডায়াগনস্টিক সাভার এর পক্ষ থেকে বিনামূল্যে আগত রোগীদের ব্লাড সুগার ও ব্লাড গ্রুপিং করা হয়।এ সম্পর্কে এলাকার মেম্বার বলেন, এরকম উদ্যোগ এই এলাকায় এই প্রথম, ডাঃ রুমীর এই প্রচেষ্টা এলাকার প্রান্তিক পর্যায়ের মানুষের সেবার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে।এলাকাবাসীর পক্ষ থেকে উনি আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন ও ভবিষ্যতেও এই ধরনের সমাজ-হিতৈষী কাজ করবার উদাত্ত আহবান জানান। উল্লেখ্য এই মহৎ উদ্যোগে সামিল হন বিশিষ্ট সমাজসেবক, নাট্যকার মীর সহিদ এবং সাংবাদিক নেতা মুহাম্মদ আকতার হোসেন, হাজারীবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডাঃ রুমীর শিক্ষাগুরু আমানুর রশিদ সহ আরো অনেকে এ সময় ক্যাম্পিং এর ভূয়সী প্রশংসা করেন।ডাঃ রুমী ও তার সহোদর চিকিৎসকেরা সারাদিনে প্রায় ৪৫০জন রোগীর সেবা দিয়েছেন।