সাভারে ০১ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লিটন আহমেদ চন্দন,জেলা প্রতিনিধি ( ঢাকা )।
ঢাকা জেলার ডিবি ( উঃ) কর্তৃক ০১(এক) কেজি গাঁজাসহ সাভার মনসুর মার্কেট এর সামন হইতে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা কালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সঙ্গীয় অফিসার ও সোর্সসহ ০৪/ ১০/ ২০২৫ খ্রি: তারিখ রোজ শনিবার সকাল ৭:২০ ঘটিকায় সাভার মডেল থানধীন সাভার মুনসুর মার্কেট এর সামন হইতে আসামি ০১। মোঃ আরিফ খা, পিতা – মৃত খালেক খাঁ , মাতা – জাবেদা বেগম, সাং- মৃদুলিয়া , থানা – সিংগাইর, জেলা – মানিকগঞ্জ কে ১(এক)কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে উক্ত আসামি কে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।