সাভারের অন্ধ মার্কেটের একটি দোকানে দাবিকৃত চাদা না দেওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেক্স রিপোর্টঃ
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সাভার বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাভেল একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
গ্রেপ্তার পাভেল সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাভারের মজিদপুর এলাকার হাজী মো. হেবজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সাভারের অন্ধ মার্কেটে চাঁদা দাবি করে আসছিল পাভেলসহ তার সহযোগীরা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃত জানালে অভিযুক্তরা ফেইসবুক লাইভে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন মহাব্বত নামে এক ব্যক্তি । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবেন নামের একজন গ্রেফতার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল নামের একজনকে গ্রেপ্তার হয়েছে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, অন্ধ মার্কেটে পাভেলের কোন দোকান নেই। কিন্তু তারা ১৩ লাখ টাকা চুক্তিতে একটি দোকান নিয়ে ৫ লাখ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে কোন টাকা না দিয়ে পাভেল লাইব্রেরী নামে দোকান পরিচালনা করতে থাকে। এছাড়া অন্ধ মার্কেটের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্ধ মার্কেটের কর্মচারীকে মারধর করেন। পরে থানায় অভিযোগ দায়ের করি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।