সাভারে সীমা জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
স্টাফ রিপোর্টার : সাভারে সীমা জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় অঞ্জনা হালদার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার ভোরে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
মৃত অঞ্জনা হালদার সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার বাসুদেব হালদারের স্ত্রী।
বাসুদেব অভিযোগ করে বলেন, পিত্তথলীর পাথর অপারেশনের জন্য মঙ্গলবার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে লেজার দিয়ে অপারেশনের কথা থাকলেও পরে অজ্ঞান করার পর পেট কেটে অপারেশন করেন ডা. অসিত কুমার। অপারেশনের পর আর জ্ঞান ফিরে আসেনি অঞ্জনা হালদারের। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় সীমা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার ভোরে গৃহবধুটি মারা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।
মৃত অঞ্জনা হালদারের ভাতিজা মনোরঞ্জন হালদার জানান, সীমা জেনারেল হাসপাতালের চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে চিকিৎসার নামে অপচিকিৎসা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সীমা জেনারেল হাসপাতালের পরিচালক গোবিন্দ আচার্য এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, এবিষয়ে ভুক্তভোগীর অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।