বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

সাভারে লেগুনা চালকদের থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মারধর গ্রেপ্তার এক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পঠিত

সাভারে লেগুনা চালকদের থেকে জোরপূর্বক চাঁদা আদায়,
মারধর গ্রেপ্তার এক।

ঢাকা জেলা প্রতিনিধ:

সাভার মহাসড়কে চলাচলকারী দুই শতাধিক লেগুনা থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সুজন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার মোবাইলে চাঁদাবাজির ঘটনার অনেক তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসস্ট্যান্ড এলাকার মাহতাব প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার আবদুল করিমের ছেলে। সে সাভার পৌর এলাকার ছায়াবিথীর মোল্লা টাওয়ারের পাশে বসবাস করে।

গাড়ি চালক আলামিন বলেন, ‘সাভার উপজেলা চেয়ারম্যান রাজিবের চাচাতো বোনের জামাই পরিচয় দিয়ে বদিরুজ্জামান সোহেল এবং আমজাদ হোসেন তোতা, সাইফুদ্দিন, হাসিব, শিমুল ও শামীমসহ কয়েকজন চাঁদা আদায় করেন। সড়কে গাড়ি চালাতে হলে তাদের চাঁদা দিতে হবে বলে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করে। চাঁদা দিতে না চাইলে মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। তাদের সাথে আমরা পারিনা।

চাঁদা দিতে অস্বীকার করায় কয়েকদিন আগে তার ছোট ভাইয়ের গলায় ছুরি ধরেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওর মাথার পেছনে আঘাত করে টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা চাই এসব চাঁদাবাজি বন্ধ হোক। আমরা চাঁদাবাজদের বিচার চাই।’

লেগুনা মালিক মিন্টু গাজী বলেন, ‘বর্তমানে আমার ৭টি গাড়ি আছে। দীর্ঘ আট বছর ধরে আমরা সড়কে গাড়ি চালালেও কখনও চাঁদা দিতে হয়নি। কয়েকদিন ধরে দলিল লেখক বদিরুজ্জামন সোহেল, আমজাদ হোসেন তোতা, সাইফুদ্দিন, হাসিব, শিমুল, শামীমসহ ১০-১৫ জন আমাদের কাছ থেকে জোরপূর্বক গাড়ি প্রতি চারশ টাকা করে চাঁদা আদায় করছে। তাদের টাকা না দিলে গাড়ির চালক ও হেলপারকে মারধর করে। অস্ত্র দেখিয়ে তাদের সব টাকা-পয়সাসহ মোবাইল ফোন নিয়ে যায়। এই সড়ক দিয়ে দুই শতাধিক লেগুনা চলাচল করে । তারা প্রতিদিন গড়ে ৮০ হাজার টাকা চাঁদা তুলে।’

অপর লেগুনা মালিক মোশারফ হোসেন রনি বলেন, ‘আমার ১৯টি লেগুনা চলে। একদল অস্ত্রধারী সন্ত্রাসী জোরপূর্বক প্রতিদিন গাড়ি প্রতি চারশ’ টাকা আদায় করে। চাঁদার টাকা না দিলে চালকদের মারধর করে। এ ব্যাপারে আমি প্রশাসন ও সরকারের সহযোগীতা কামনা করছি।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘লেগুনা চালকদের মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..