বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সাভারে মেট্রোরেল(এম আর টি-৫)এর ভূমি অধিগ্রহনের উদ্দ্যোগে জনমনে হতাশা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১৯ বার পঠিত

 

সাভার উপজেলাধীন কোন্ডা মৌজাস্থ এলাকায় মেট্রোরেল(এম আর টি-৫) প্রকল্প বাস্তবায়নের লক্ষে ডিপো স্থাপনার জন্য ভূমি অধিগ্রহন করছে। ডিপো স্থাপনার জন্য সর্বমোট ১০২৫০ শতাংশ ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। সরেজমিনে দেখা যায়, কোন্ডা মৌজার ভূমি মালিকগন তাদের ভূমির ন্যায্যমূল্যের দাবীতে একত্রিত হয়ে উক্ত মৌজায় উপস্থিত হয়ে মেট্রোরেল (এম আর টি-৫) এর কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এবং তারা চালা উল্লেখ ভূমির মূল্য ও ডোবা উল্লেখ ভূমির মূল্য বর্তমান বাজার দর হিসাবে প্রদান করার জন্য বিনীত অনুরোধ করেন।ভূমি অধিগ্রহন সহ মেট্রোরেল (এম আর টি-৫) প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ব্যায় ৪৩ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন উক্ত প্রকল্পের কর্মকর্তারা, এই প্রকল্প ব্যয়ের এক তৃতীয়াংশ বহন করবেন বাংলাদেশ সরকার এবং বাকী দুই তৃতীয়াংশ ব্যয় বহন করবেন জাপানি কোম্পানী জ্যাইকা।

প্রসঙ্গতঃ প্রকল্পের ভূমি অধিগ্রহনে সি এস, এস এ, আর এস পর্চায় যে ভূমি চালা হিসেবে রেকর্ড হয়েছে, সেই ভূমিই আবার বি এস, পর্চায় ডোবা হিসেবে রেকর্ড হওয়ায় ভূমির ন্যায্যমূল্য পাওয়া নিয়ে জনমনে হতাশা বিরাজ করছে।

এদিকে কোন্ডা মৌজাস্থ ভূমির মালিকগন তাদের ভূমির ন্যায্যমূল্যের দাবীতে ঢাকা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..