বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

সাভারে বিরুলিয়ায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭ বার পঠিত

সাভারে বিরুলিয়ায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

এইচ এম আতিক ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নের বাগ্নি বাড়ি এলাকায় ৫-ই আগস্ট স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের জন্য আত্মত্যাগ কারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আয়োজক হিসেবে ছিলেন বিরুলিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রত্যাশী মোঃ খোরশেদ আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব হাসান আলী মন্ডল ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন আমরা শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না। তাদের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকব। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশের অগ্রগতি ও শান্তির জন্য প্রার্থনা করা হয়।
বক্তারা বলেন যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতি জাতির অনুপ্রেরণার উৎস। এ আয়োজন আমাদের দায়িত্ব বোধের প্রতীক। স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও সচেতনতা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানটির শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..