সাভারে বিয়ে করার কথা বলে অবশেষে ধর্ষণ ধর্ষণকারী গ্রেফতার ।
নিউজ ডেক্সঃ
আজ সকাল ১১ ঘটিকার সময় গার্মেন্টস কর্মী মরিয়ম (২২) এর ভাড়া বাসায় সাভার পৌরসভা রাজাবাড়ি এলাকা থেকে ধর্ষণকারী রুহুল (২৪) কে গ্রেফতার করেছেন, সাভার মডেল থানার এস আই মনির, জানা যায় মরিয়ম সাভার রাজার বাড়ি এলাকায় দীর্ঘদিন ভাড়া থাকেন একপর্যায়ে মামাতো ভাই রুহুল আমিন তাকে বিবাহ প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করতে থাকে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রুহুলের অনৈতিক কাজের বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশের ৯৯৯ কল দেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ধর্ষণকারী রুহুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। মরিয়ম রিপোর্টার বাংলা টিভি কে বলেন রুহুল আমিন সম্পর্কে আমার মামাতো ভাই হয় আমার দীর্ঘদিন পূর্বে এক ছেলের সাথে বিবাহ হয়েছিল সেই সংসারে আমার একটি সন্তান আছে সকল কিছু জানার পরও রুহুল আমিন আমাকে বিবাহ করতে চেয়েছেন আমি তার কথায় বিশ্বাস করি এবং রুহুল আমিন আমার সাথে স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘদিন আমার বাসায় অনৈতিক কাজে লিপ্ত হয় আমি তাকে অনৈতিক কাজে বাধা দিলেও সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে , আমি একাধিকবার রুহুল আমিন কে বিবাহ করার কথা বলি সে আজ না কাল বলে সময় অতিবাহিত করতে থাকে,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের অবৈধ সম্পর্ক মেনে নিতে না পারায় পুলিশকে সংবাদ দেয় এবং পুলিশ আমাদের গ্রেফতার করে সাভার মডেল থানা নিয়ে আসে। রুহুল আমিনের দেশে বাড়ি পাবনা জেলা আমিনপুর থানা মাসুন্দিয়া গ্রামে আবুল খায়ের ছেলে, মরিয়ম পিতা কামাল সরদার পাবনা জেলা আমিনপুর থানা গ্রাম মাসুন্দিয়া,এসআই মনির রিপোর্টার বাংলা টিভি কে বলেন রুহুল আমিন বিবাহের আশ্বাস দিয়ে ধর্ষণ করেছে এই ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।