মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে পথচারীদের নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলমুক্ত রাখতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের নির্দেশে এই কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সহস্রাধিক হকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়েছে। জেলা পুলিশের নির্দেশে আমরা আজ উচ্ছেদ অভিযান শুরু করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ফুটপাতের পজেশন বিক্রি করে চলত চাঁদাবাজি। দখল-বেদখল নিয়ে চলেছে সন্ত্রাসী কার্যক্রমও। শেখ হাসিনা সরকারের পতনের পর ফের সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে যানজট। এক্সপ্রেসওয়ের সাথে সড়কে সার্ভিস লেন থাকলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাভারের সাধারণ মানুষ।

ছাত্র-জনতার অন্তবর্তী কালীন সরকার শপথ নেওয়ার পর নিয়মিত কাজের অংশ হিসেবে সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে জেলা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

এদিকে ফুটপাত দখলে কোন শক্তির কাছে মাথানত করা হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফুটপাত মুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান চালিয়ে যাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযানে সেনাবাহিনীর নবম সিগন্যাল ব্যাটালিয়নের মেজর রিফাত, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..